Saturday, May 18, 2024
Homeশিশুশিক্ষা ও মনস্তত্ববৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য || শিশু বিকাশ

বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য || শিশু বিকাশ

বৃদ্ধি ও বিকাশের পার্থক্য কী?

বৃদ্ধি ও বিকাশের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য গুলি কী কী?

বৃদ্ধিবিকাশ
আকার ও আয়তনে বেড়ে যাওয়াকেই বৃদ্ধি বলেআকার ও আয়তনে বৃদ্ধির সঙ্গে সক্রিয়তা এবং কার্য সম্পাদনে উৎকর্ষতা বিকাশের অন্যতম বৈশিষ্ট্য
বৃদ্ধি হলো কারণবিকাশ তার ফল
বৃদ্ধির ধারণা কেবল দৈহিক বা শরীরের মধ্যেই সীমাবদ্ধবিকাশের ধারনায় দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষোভিক সবই অন্তর্ভুক্ত
বৃদ্ধি স্বতস্ফুর্ত, তবে অনুশীলনের প্রভাব দেখা যায়পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলেই বিকাশ ঘটে অর্থাৎ ব্যক্তির সক্রিয়তা এবং অনুশীলন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শর্ত
বৃদ্ধি অনুশীলন বিশেষ ক্ষেত্রেই নির্দিষ্ট, যেমন হাতের পেশীর ব্যায়াম করলে হাতের পেশির বৃদ্ধি হবে, পায়ের পেশির উপর এর প্রভাব নেইবিকাশ সামগ্রিক; মানসিক বিকাশের চর্চা করলে তার প্রতিফলন সামাজিক, প্রাক্ষোভিক বিকাশের উপরে দেখা যায়
বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটেবিকাশ আমৃত্যু ঘটে
বৃদ্ধি পরিমাপযোগ্যবিকাশ পর্যবেক্ষণ-সাপেক্ষ
বৃদ্ধি পরিমানগতবিকাশ গুণগত
শিক্ষা বৃদ্ধির পরিমানকে প্রভাবিত করলেও তা বাঞ্ছিত কিনা সে ব্যাপারে শিক্ষা মনোবিদদের মধ্যে মতভেদ আছেশিক্ষার অন্যতম লক্ষ্য হলো ব্যক্তির পূর্ণ বিকাশ ঘটানো
বৃদ্ধি ও বিকাশের পার্থক্য
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts

Most Popular