Saturday, May 18, 2024
Homeভৌত বিজ্ঞানবিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম PDF|| List of Measuring Instruments

বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম PDF|| List of Measuring Instruments

বৈজ্ঞানিক যন্ত্রপাতির নাম ও ব্যবহার

বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম PDF

বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম

[1] অ্যানিমোমিটার → বাতাসের গতিবেগমাপক যন্ত্র।

[2] ব্যারোমিটার → বায়ুর চাপমাপক যন্ত্র।

[3] ক্যালোরিমিটার → → উষ্ণতা পরিমাপক যন্ত্র। 

[4] ক্রনোমোমিটার → গ্রিনিচের সময়মাপক যন্ত্র।

[5] ফলরিমিটার → আলোকের তীব্রতামাপক যন্ত্র।

[6] প্রেসকোগ্রাফ → উদ্ভিদের বৃদ্ধি মাপক যন্ত্র।

[7] হাইড্রোফোন→ জলের তলার শব্দ পরিমাপক যন্ত্র। 

[8] হাইড্রোমিটার → বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র।

[9] হাইগ্রোস্কোপ→ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিবর্তন নির্ণায়ক

[10] হিপমোমিটার→ সমুদ্রতল থেকে উচ্চতার নির্ণায়ক যন্ত্র।

[11] ইনক্লাইনোমিটার→ আকাশ যান অনুভূমিক অবস্থার থেকে কতটা হেলে আছে তা মাপার যন্ত্র।

[12] ম্যানোমিটার → গ্যাসের চাপ মাপার যন্ত্র।

[13] মাইক্রোস্কোপ → ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকে বড় করে দেখার যন্ত্র।

[14] প্ল্যানিমিটার→ সমতলভূমিতে আয়তন মাপার যন্ত্র।

[15] পাইরোলিওমিটার→ সূর্যের বিকিরণ মাপার যন্ত্র। 

[16] পাইরোমিটার→ উচ্চ তাপমাত্রা মাপক যন্ত্র।

[17] রেইনগজ → বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র।

[18] স্যালিনোমিটার → লবণতার ঘনত্বমাপক যন্ত্র।

[19] সিমোগ্রাফ → ভূমিকম্পের তীব্রতামাপক ও লেখচিত্র মাপক যন্ত্র।

[20] সেক্সট্যান্ট → দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব মাপক যন্ত্র।

[21] স্পিরোমিটার → কোনো গোলাকার বস্তুর Curveture মাপার যন্ত্র।

[22] স্টিরিওস্কোপ → দ্বিমাত্রিক ছবি যার Depth & Solidity দেখার Optical device।

[23] টেলিমিটার → একটি নির্দিষ্ট দূরত্বে ঘটা প্রাকৃতিক ঘটনা যন্ত্র।

[24] Telstef→ মহাকাশ মাধ্যমে Wireless এর দূরদর্শন সম্প্রচার করার যন্ত্র।

[25] ভোল্টামিটার→ দুটি বিন্দুর মধ্যে Potential difference মাপার যন্ত্র।

File Details::


File Name: বিভিন্ন পরিমাপক যন্ত্র
File Format: PDF
File Size: 363 KB

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts

Most Popular