Saturday, May 18, 2024
HomePTETপ্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন উত্তর || Primary TET Interview Tips

প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন উত্তর || Primary TET Interview Tips

WB Primary TET Interview 2022

পশ্চিমবঙ্গ প্রাইমারি ইন্টারভিউর প্রশ্ন উত্তর

Primary TET Interview Tips
Primary TET Interview Tips

নমস্কার বন্ধুরা,
আজ ১৬টি গুরুত্বপূর্ণ প্রাইমারি টেট ইন্টারভিউ টিপস শেয়ার করছি, যেগুলি আপনাকে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউর প্রস্তুতিতে বিশেষ সাহায্য করবে। বর্তমানে ২০১৪ এবং ২০১৭ সালের ইন্টারভিউ চলছে; সুতরাং যারা আগত সময়ে ইন্টারভিউ দেবেন তাদের জন্য এই টিপস বা বিষয় গুলি খুবই সাহায্য করবে।

বর্তমানে প্রাইমারির চাকরির ক্ষেত্রে একাডেমিক স্কোর থাকলেও, ইন্টারভিউতে যদি আপনার পারদর্শিতা দেখাতে পারেন, তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা অধিক বেড়ে যাবে।

কিছু সাধারণ বিষয়
অনুমতি নিয়ে ইন্টারভিউ কক্ষে প্রবেশ করা, বসতে বললে তবেই চেয়ারে বসা এবং ধন্যবাদ জ্ঞাপন, চেয়ার না টেনে বসা, চোখে চোখ রেখে উত্তর দেওয়া, সত্যি কথা বলা, মুখে হাসি রাখা, ডেমো ক্লাস দেওয়ার সময় ডানহাতে চক এবং বাম হাতে ডাস্টার ধরা এবং ডেমোর শেষে অবশ্যই বোর্ড মুছে দেওয়া, বোর্ডের বাম দিকে দাঁড়িয়েই ডেমো দেওয়া, উত্তর জানা না থাকলে Sorry বলা ইত্যাদি।

প্রাইমারি টেটে ইন্টারভিউর গুরুত্বপূর্ণ ১৬টি টিপস

  1. আমাদের দেশ সম্পর্কে জেনে রাখা
  2. আমাদের রাজ্য সম্পর্কে জেনে রাখা। Read: পশ্চিমবঙ্গ সম্পর্কিত জিকে
  3. নিজের জেলা সম্পর্কে জানতে হবে; যেমন:- জেলার বিখ্যাত স্থাপত্য, সাহিত্যিক-কবি, নদ-নদীর নাম ইত্যাদি
  4. D.El.Ed বা B.Ed সম্পর্কিত বিষয় গুলি যেমন:- বিভিন্ন তত্ত্বের প্রবক্তা, কে কোন প্রাণীর উপর পরীক্ষা করেছিলেন, বিভিন্ন ফুলফর্ম, শিক্ষা কমিশন ইত্যাদি
  5. সরকারি প্রকল্প গুলি জেনে রাখা, যেমন:- কন্যাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী। Read: রাজ্য সরকারের প্রকল্প
  6. রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রীসভা
  7. নিজের সম্পর্কিত কিছু তথ্য যেমন- নামের অর্থ, নামের সঙ্গে মিল থাকা কোনো পৌরানিক বা বিখ্যাত ব্যক্তির সম্পর্কে জেনে যাওয়া, নামের সন্ধি বা সমাস থাকলে তা জেনে যাওয়া। এছাড়াও কোন পরীক্ষায় কত মার্কস পেয়েছেন সেগুলি মুখস্ত রাখতে হবে
  8. নিজের হবি বা শখ সম্পর্কিত তথ্য জেনে যাওয়া
  9. কারেন্ট অ্যাফেয়ার্স, মূলত বিগত কয়েক মাসের কেবল গুরুত্বপূর্ণ তথ্য গুলি জেনে যাওয়া যেমন- নব নিযুক্ত রাজ্যপালের নাম ইত্যাদি
  10. যে দিন ইন্টারভিউ হবে, সেদিনের সংবাদপত্রটি একবার দেখে যাবেন। উত্তর দেওয়ার সময় রাজনৈতিক খবর এড়িয়ে যাওয়া
  11. শিক্ষতার পেশার কিছু প্র্যাক্টিক্যাল সমস্যার সমাধান সম্পর্কে জেনে যেতে হবে
  12. যেদিনে ইন্টারভিউ হবে সেই দিনের কোনো বিশেষ গুরুত্ব আছে কিনা, যেটা জেনে যাওয়া। Read: কোন দিন কোন দিবস
  13. যেদিন ইন্টারভিউ হবে সেই দিনের বাংলা তারিখ ও সাল জেনে যেতে হবে
  14. পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত বইয়ের নাম মুখস্ত রাখতে হবে। এবং বই গুলি চোখ বুলিয়ে রাখবেন। Download: সমস্ত শ্রেনীর বই
  15. ১-এ চন্দ্র ২-এ পক্ষ এগুলির সম্পর্কে জেনে যাওয়া। যেমন;- ৩-এ নেত্র, এখানে কোন তিনটি নেত্রের কথা বলা হয়েছে ইত্যাদি
  16. গ্র্যাজুয়েশনের বিষয় থেকে প্রশ্ন করা হয়, সুতরাং বিষয় সম্পর্কে জেনে যাওয়া

উপরোক্ত বিষয় গুলি ছাড়াও প্রতিটা বিষয় থেকে একটি করে ডেমো ক্লাসের জন্য রেডি হয়ে যাবেন। সুতরাং এই বিষয় গুলি মাথায় রেখে গেলেই আপনি খুব সহজেই Interview Crack করতে পারবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts

Most Popular