
নমস্কার বন্ধুরা,
আজ মাধ্যমিক পাশ যোগ্যতায় কী কী চাকরী পেতে পারেন, সেই তালিকা উপস্থাপন করা হলো বাংলা ভাষায় আপনাদের সুবিধার্থে। আপনারা অনেকেই প্রশ্ন করে যারা মাধ্যমিক পাশ করেছে, তারা কোন কোন চাকরির ফর্ম ফিলাপ করতে পারবেন বা পরীক্ষায় অংশ নিতে পারবেন; আপনাদের সেই প্রশ্নের উত্তর দিতেই আজকের আমাদের এই প্রতিবেদন।
মাধ্যমিক পাশ যোগ্যতায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন চাকরির জন্য আপনি আবেদন করতে পারবেন। তবে আজ কেবল গুরুত্বপূর্ণ গুলিই তুলে ধরা হলো-
মাধ্যমিক পাশে কী কী সরকারি চাকরি আছে
গ্রামীণ ডাক সেবক
বয়সসীমা:: ১৮-৪০
মাসিক বেতন:: ১০,০০০-২৪,৪৭০/-
রিক্রুটমেন্ট বোর্ড:: ভারতীয় ডাক বিভাগ
অফিশিয়াল ওয়েবসাইট:: indiapostgdsonline.gov.in
বি.দ্র:- এই নিয়োগটি হয় মেরিট লিস্টের মাধ্যমে অর্থাৎ কোনো লিখিত পরীক্ষা হয় না; এবং এই পদের জন্য কম্পিউটার বেসিক সার্টিফিকেট প্রয়োজন
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল
বয়সসীমা:: ১৮-২৭
মাসিক বেতন:: ২২,৫০০-৫৮,৫০০/-
রিক্রুটমেন্ট বোর্ড:: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড
অফিশিয়াল ওয়েবসাইট:: wbpolice.gov.in
কলকাতা পুলিশ কনস্টেবল
বয়সসীমা:: ১৮-৩০
মাসিক বেতন:: ৫,৪০০-২৫,২০০/-
রিক্রুটমেন্ট বোর্ড:: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড
অফিশিয়াল ওয়েবসাইট:: wbpolice.gov.in
SSC GD Constable
বয়সসীমা:: ১৮-২৩
মাসিক বেতন:: ২১,৭০০-৬৯,১০০/-
রিক্রুটমেন্ট বোর্ড:: স্টাফ সিলেকশন কমিশন
অফিশিয়াল ওয়েবসাইট:: ssc.nic.in
রেলওয়ে গ্রুপ ডি
বয়সসীমা:: ১৮-৩৩
মাসিক বেতন:: ২২,০০০-২৫,০০০/-
রিক্রুটমেন্ট বোর্ড:: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড
অফিশিয়াল ওয়েবসাইট:: indianrailways.gov.in
ফুড সাব ইন্সপেক্টর
বয়সসীমা:: ১৮-৪০
মাসিক বেতন:: ৫,৪০০-২৫,২০০/-
রিক্রুটমেন্ট বোর্ড:: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন
অফিশিয়াল ওয়েবসাইট:: wbpsc.gov.in
ক্লার্কশীপ
বয়সসীমা:: ১৮-৪০
মাসিক বেতন:: ২২,৭০০/-
রিক্রুটমেন্ট বোর্ড:: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন
অফিশিয়াল ওয়েবসাইট:: wbpsc.gov.in
কৃষি প্রযুক্তি সহায়ক
বয়সসীমা:: ১৮-৪০
মাসিক বেতন:: ৫,৪০০-২৫,২০০/-
রিক্রুটমেন্ট বোর্ড:: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন
অফিশিয়াল ওয়েবসাইট:: wbpsc.gov.in
SSC গ্রুপ ডি
বয়সসীমা:: ১৮-৪০
মাসিক বেতন:: ২০,০৫০/-
রিক্রুটমেন্ট বোর্ড:: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন
অফিশিয়াল ওয়েবসাইট:: westbengalssc.com
SSC MTS
বয়সসীমা::18-25
রিক্রুটমেন্ট বোর্ড:: স্টাফ সিলেকশন কমিশন
অফিশিয়াল ওয়েবসাইট:: ssc.nic.in
এছাড়াও হাইকোর্ট ক্লার্ক, জুনিয়র কনস্টেবল, রেলওয়ে টিকিট কালেক্টর, কোস্ট গার্ডস কুক, রাইফেল ম্যান, ড্রাইভার ইত্যাদি পদের জন্য আপনি আবেদন করতে পারবেন মাধ্যমিক যোগ্যতায়।
Sir . I need a job early.
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ১৮-৩০ বছর করা হয়েছে