Saturday, May 18, 2024
Homeচাকরির খবরFood SI পদে কাজ কী? বেতন কত? যোগ্যতা কী লাগে?

Food SI পদে কাজ কী? বেতন কত? যোগ্যতা কী লাগে?

ফুড সাব ইন্সপেক্টর – যোগ্যতা, বেতন, কাজ, পোস্টিং, প্রোমোশন

Food SI পদে কাজ কী বেতন কত যোগ্যতা কী লাগে

নমস্কার বন্ধুরা,
আজ Food SI পদে কাজ কী? বেতন কত? যোগ্যতা কী লাগে? ইত্যাদি প্রশ্নের উত্তর সহ প্রমোশন ও পোস্টিং এর ব্যাপারে সমস্ত তথ্য প্রদান করছি এই প্রতিবেদনে। পশ্চিমবঙ্গের খাদ্যদপ্তর থেকে ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরোনোর পরেই অনেকের মনে উপরোক্ত প্রশ্ন গুলি ঘুরপাক খাচ্ছে জানি। তাই নীচ থেকে তথ্য গুলি পড়ে নিন-

ফুড সাব ইন্সপেক্টর কী?

এটি একটি সরকারি পদ, যে পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস অর্থাৎ PSC বোর্ড। এই পদাধিকারী অফিসারের কাজ সম্পর্কে নিচে উল্লেখ করা হয়েছে।

Food SI-এর জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগে?

এই পদে চাকরি পাওয়ার জন্য নূন্যতম যোগ্যতা রাখা হয়েছে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ

নিয়োগ পদ্ধতি কীরকম?

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে চাকরি প্রার্থীকে নিয়োগ করা হয়। ১০০ মার্কসেরর লিখিত পরীক্ষায় ৫০ নাম্বার থাকে জেনারেল স্টাডিজ থেকে এবং ৫০ নাম্বার থাকে পাটি গণিত থেকে। এবং ইন্টারভিউ হয় ২০ নাম্বারের।

চাকরি প্রার্থীর বয়স সীমা কত?

Food SI পদে নিয়োগের জন্য আবেদন প্রাথীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। অবশ্য সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

Food SI পদে বেতন কত?

এই পদে মাসিক বেতন ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

Food SI পদে কাজ কী কী?

সরকারের খাদ্য দপ্তর বা খাদ্য বিভাগের প্রায় সমস্ত কাজই তাঁদের করতে হয়। যেমন-
1.কিষান মান্ডিতে গিয়ে কৃষকদের থেকে প্রয়োজন অনুযায়ী ধান কেনা।
2.প্যাকেট জাতীয় খাদ্যের কারখানা গুলি ভিজিট করে খাদ্যের Standard বা মান যাচাই করা ও প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া।
3.নতুন করে রেশন কার্ড ইস্যু করা ও পুরানো রেশন কার্ডের বৈধতা যাচাই করা। কোনোরকম অসঙ্গতি দেখতে পেলে অর্থাৎ ভুয়ো রেশন কার্ড বাতিল করা।
4.রেশনের খাদ্যদ্রব্যের মান সংক্রান্ত এবং রেশন দোকানগুলির সাপ্তাহিক রিপোর্ট তৈরি করে উর্দ্ধতন কর্তৃপক্ষকে পাঠানো। এছাড়াও নতুন রেশন দোকানের লাইসেন্স প্রদান ও পুরোনো রেশন দোকানের লাইসেন্স বাতিল করা।

কোথায় কোথায় পোস্টিং করা হয়?

ব্লক অফিস, রেশনিং অফিস, রাজ্য সরকারের ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্টের গোডাউন, সেন্ট্রাল প্রকিউরমেন্ট সেন্টার, জেলা হেড কোয়ার্টার, সাব ডিভিশনাল কন্ট্রোলার অফ ফুড এন্ড সাপ্লাই অফিস, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অফ ফুড এন্ড সাপ্লাই অফিস ইত্যাদি দফতরে ফুড সাব ইন্সপেক্টর অফিসারদের পোস্টিং দেওয়া হয়ে থাকে।

প্রমোশন কবে হয়?

সাব ইন্সপেক্টর পদে নিয়োজিত হওয়ার মোটামুটি ৮ থেকে ১০ বছর পর ইন্সপেক্টর পদে প্রমোশন দেওয়া হয়। এরপর মোটামুটি ৮ থেকে ৯ বছর পর চিফ ইন্সপেক্টর পদে প্রমোশন দেওয়া হয়।

Food SI অফিসিয়াল সিলেবাসDownload
Food SI বিগত বছরের প্রশ্নপত্রDownload
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts

Most Popular