Saturday, May 18, 2024
Homeকারেন্ট অ্যাফেয়ার্সইউক্রেন রাশিয়ার যুদ্ধ সম্পর্কিত প্রশ্ন উত্তর

ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সম্পর্কিত প্রশ্ন উত্তর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর

ইউক্রেন: পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র হল ইউক্রেন বা উক্রায়িনা। আয়তনের দিক থেকে বিচার করলে রাশিয়ার পরে এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। ইউরোপ মহাদেশের অষ্টম সর্বোচ্চ জনবহুল দেশ। মোট সাতটি দেশ ও দুটি সাগরের সঙ্গে সীমানা আছে। ইউক্রেন ১৯৯১ খ্রিস্টাব্দের ২৪ আগস্ট সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে স্বাধীনতা ঘোষণা করে। ওই বছর ডিসেম্বর মাসের ১ তারিখ এক গণভোটে স্বাধীনতার প্রতি জনগণ সমর্থন করে। ১৯৯২ খ্রিস্টাব্দে ২৮শে জানুয়ারি ইউক্রেনের বর্তমান জাতীয় পতাকা গ্রহণ করা হয়।
একসময় ইউক্রেন কে সোভিয়েত ইউনিয়নের “রুটির ঝুড়ি “বলা হয়ে থাকে। এই দেশটি কৃষিজ সম্পদে খুব সমৃদ্ধশালী।

রাশিয়া: রাশিয়া সরকারিভাবে রুশ ফেডারেশন নামে পরিচিত। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ১৯৯১সালে সোভিয়েতের রুশীয় প্রজাতন্ত্র ফেডারেশন নামে পরিচিত এবং একক রাষ্ট্র হিসেবে পরিচিত লাভ করে। এটি বিশ্বের সর্বোচ্চ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ। এই দেশের ব্যাপক খনিজ সম্পদ ও জ্বালানি সম্পদে ভরপুর হয় একে বিশ্বের বৃহত্তম মজুদদার হিসেবে পরিচিতি লাভ করে।

ন্যাটো: এর পুরো কথা হল NORTH ATLANTIC TREATY ORGANISATION বা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট। ১৯৪৯ সালের ৪ঠা প্রতিষ্ঠিত একটি সামরিক জোট।
১) এর প্রতিষ্ঠাকালীন সদস্য বারোটি। বর্তমান সদস্য দেশের সংখ্যা ৩১ টি।
২) সর্বশেষ যোগ দেওয়া সদস্য রাষ্ট্র ফিনল্যান্ড ।
৩) প্রথম মহাসচিব লর্ড ইসমে।
৪) জেসন স্টলটেনবার্গ বর্তমানে ন্যাটোর মহাসচিব।

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ এক নজরে

২৪শে ফেব্রুয়ারি: রাশিয়া ২০২২ সালের ২৪ শে ফেব্রুয়ারি যুদ্ধ ঘোষণা করে এবং সামরিক অভিযান নিয়ে ইউক্রেন উদ্দেশ্যে রওনা হয়।
২৮ শে ফেব্রুয়ারি: বেলারুশের গোমেল অঞ্চলে রাশিয়া ইউক্রেনের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
৩রা মার্চ: অস্ত্রবিরতি প্রশ্নে আলোচনার জন্য বেলারুশের দ্বিতীয় দফা বৈঠক বসে।
১০ই মার্চ: দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে তুরস্কের আনাতলিয়ায় কূটনৈতিক ফোরামে আলোচিত হয়।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধ করার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাব পাস:
১) ১৯৩ জন সদস্য রাষ্ট্রের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪১ রাষ্ট্র।
২) বাংলাদেশ ভারত পাকিস্তান চীন সহ ৩৫ টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে।
৩) প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় রাশিয়া সব ৫ দেশ।

ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সম্পর্কিত প্রশ্ন উত্তর

1.ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের মূল কারণ কী ছিল বলে মনে করা হয়?
উত্তর) এই যুদ্ধের মূল কারণ ছিল “মিনস্ক চুক্তি” লঙ্ঘন। ২০১৫ সালে বেলারুশের রাজধানী মিনস্ক তে চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল-পূর্ব ইউক্রেন থেকে সামরিক স্থাপনা, সামজিক সরঞ্জাম ও ভাড়াটে সেনাদের সরিয়ে নিতে হবে। এছাড়াও বিচ্ছিন্নবাদী অঞ্চল গুলিকে বিশেষ মর্যাদা দেওয়ার কথাও বলা হয়।

2. ইউক্রেন সামরিকশক্তিতে বিশ্বে কততম?
উত্তর)২২ তম।

3. ইউক্রেনের কোন দুই অঞ্চলকে রাশিয়া স্বাধীনতা ঘোষণা করে?
উত্তর) দোনেৎস্ক এবং লুগানস্কের (২১শে ফেব্রুয়ারী ২০২২)

4.রাশিয়া কী নামে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে?
উত্তর) বিশেষ সামরিক অভিযান।

5.ইউক্রেনের তৈরি বিশ্বের সর্ববৃহৎ বিমান (ANTONOV AN-225 MRIYA) রাশিয়ার হামলায় কবে ধ্বংস হয়?
উত্তর) ২০২২ সালের ২৮ শে ফেব্রুয়ারি

6.রাশিয়ার আক্রমণ মোকাবিলায় ইউক্রেনের ব্যবহার করা Bayraktar TB2 ড্রোন কোন দেশের তৈরি?
উত্তর)তুরস্ক

7.রাশিয়া ইউক্রেনে কোন নিষিদ্ধ ঘোষিত বোমার ব্যবহার করে?
উত্তর) ভ্যাকুয়াম বা থার্মোব্যারিক বোমা

8.২৭-শে ফেব্রুয়ারি ২০২২ আন্তর্জাতিক জুডো ফেডারেশন (IJF) কোন ব্যক্তির সম্মান সূচক সভাপতির পদ স্থগিত করে?
উত্তর) ভ্লাদিমির পুতিন

9.২০২২ সালের ২ রা মার্চ ইউক্রেনের অলিভিয়া বন্দরে বাংলাদেশে কোন জাহাজ রকেট হামলার শিকার হয়?
উত্তর) এমভি বাংলার সমৃদ্ধি

10.২০২২ এর মার্চ মাসে রাশিয়া ইউক্রেনে কোথায় গণহত্যা চালায়?
উত্তর) বুচা শহরে

11.দোনেৎস্কের পূর্বে কী নাম ছিলো?
উত্তর) স্তালিনো

12.লুহানস্কের পূর্ব নাম কী?
উত্তর) ভরোশিলোভগাদ

13.ডনবাস অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর) মিনস্ক চুক্তি

14.ইউক্রেন রাশিয়ার মধ্যে কতবার মিউনিস্ক চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর) ২বার

15.মিনস্ক চুক্তির শর্ত কী ছিলো?
উত্তর) ডনবাস থেকে সামরিক স্থাপনা, সামরিক সরঞ্জাম , রুশপন্থী বিদ্রোহীদের সরিয়ে নিতে হবে। রুশপন্তী সরে গেলে ইউক্রেনে গণভোটের ব্যবস্থা করতে হবে।

16.ইউরোপীয় ইউনিয়ন কবে তাদের আকাশ সীমায় রাশিয়ার বিমান চলাচল নিষিদ্ধ করেন?
উত্তর)২৭ ফেব্রুয়ারি ২০২২ সালে

17.রেভল্যুশন অফ ডিগনিটি না মাইদার রেভল্যুশন কবে হয়েছিল?
উত্তর) ২০১৪ সালে

18.ইউক্রেনের কোন অঞ্চলে ২০১৪ সাল থেকে সংঘাত চলছে?
উত্তর) দনবাসে

19.রাশিয়া আক্রমণের প্রথম দিনে ইউক্রেনের কোন দুটি পরিত্যক্ত শহরের দখল নেয়?
উত্তর) চেরনোবিল ও প্রিপাযয়াত

19.রাশিয়া ইউক্রেনের কোন দ্বীপটি দখল করে?
উত্তর) স্নেক আইল্যান্ড।

21. জাতিসংঘের সাধারণ পরিষদ ইউক্রেনে গণহত্যা ইস্যুতে UNHRC র রাশিয়ার সদস্য পদ কবে স্থগিত করে?
উত্তর) ৭ই এপ্রিল ২০২২

22.ইউরমাইদান বিপ্লব কখন শুরু হয়?
উত্তর) ২০১৩ সালের নভেম্বর মাসে ইউক্রেনে

23.২০২১ সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্মেলন হয় কোথায়?
উত্তর) সুইজারল্যান্ড এর জেনেভা শহরে

24.কিসের বিনিময়ে ইউক্রেন তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করে?
উত্তর) রাশিয়া কর্তৃক ইউটেনের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে

25.জাতিসংঘ ইউক্রেনের হামলা বন্ধের প্রস্তাবের পক্ষে ভোট দেয় কয়টি দেশ?
উত্তর) ১৪১ টি দেশ

26.রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রতিবাদে জার্মানি রাশিয়া ও জার্মানির মধ্য দিয়ে প্রাকৃতিক গ্যাস চলাচলের কোন সংযোগ লাইনটি বন্ধ করে দেয়?
উত্তর) নর্ভ স্ক্রিম ২

27.যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সর্বাধিক শরণার্থী কোন দেশে আশ্রয় গ্রহণ করেছেন?
উত্তর) পোল্যান্ড

28.রেভল্যুশন অফ ডিগনিটি না মাইদার রেভল্যুশন উদ্দেশ্য কী ছিল?
উত্তর) ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ কে ক্ষমতা থেকে সরানো

29.বর্তমান বিশ্বে সর্বাধিক নিষেধাজ্ঞা প্রাপ্ত দেশ কোনটি?
উত্তর) রাশিয়া

30. সর্বশেষ সুইফট নিষেধাজ্ঞা দিয়েছে কোন দেশের উপরে?
উত্তর) রাশিয়া

31.সুইফট কি?
উত্তর) সুইফট এর পূর্ণরূপ -সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন।

32.সম্প্রতি রাশিয়া ইউরোপের অবন্ধু দেশগুলোতে তাদের প্রাকৃতিক গ্যাসের মূল্য কিসে পরিশোধ করতে বাধ্য থাকে?
উত্তর) রুবলে

33.জার্মানির কত শতাংশ গ্যাসের চাহিদা রাশিয়া যোগান দেয়?
উত্তর) ৫০ শতাংশ

34.রাশিয়ার সবথেকে বড় তেল কোম্পানির নাম কী?
উত্তর) Rosneft

35.কিয়েভ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর) নিপার নদী

36.ইউরোপের ইউনিয়নভুক্ত দেশ কয়টি?
উত্তর) ২৭টি

37.চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কবে দুর্ঘটনা ঘটে?
উত্তর) ১৯৮৬ সালের ২৬শে এপ্রিল

38.চেরনোবিল কোথায় অবস্থিত?
উত্তর) ইউক্রেনে

39.বর্তমানে ইউক্রেনে প্রতিরক্ষা মন্ত্রীর নাম?
উত্তর) অলেক্সি রেজনিকভ

40.ইউক্রেনের প্রধানমন্ত্রীর নাম?
উত্তর) ডেনিস শিমহাল

41.রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নাম?
উত্তর) সের্গেই ল্যাভরভ

42.ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর) ভেলোরেমির জেলেস্কি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts

Most Popular