Sunday, May 5, 2024
Homeজিকেপদ্ম পুরস্কার সম্পর্কিত জিকে || Padma Awards Related Bengali GK

পদ্ম পুরস্কার সম্পর্কিত জিকে || Padma Awards Related Bengali GK

পদ্ম পুরস্কার সম্পর্কিত জিকে || পদ্মবিভূষণ, পদ্ম ভূষণ এবং পদ্মশ্রী:

পদ্ম পুরস্কার সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর
পদ্ম পুরস্কার জিকে

পদ্মবিভূষণ সম্পর্কিত প্রশ্ন উত্তর

☑ এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান।

☑ ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, ভারতরত্ন ও পদ্মবিভূষণ সম্মান প্রাপ্ত ব্যক্তি, যে-কোনো রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল, রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল, লোকসভার সদস্য প্রমুখ কোনো ব্যক্তির নাম পদ্ম সম্মান কমিটির কাছে প্রস্তাব করতে পারেন।

☑ পরে পদ্ম সম্মান কমিটির মনোনীত ব্যক্তিদের নাম প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করা হয় চূড়ান্ত সম্মতি লাভের জন্য।

☑ সম্মান প্রাপক ব্যক্তিদের নাম ঘোষণা করা হয় 26 জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন।

☑ সম্মান প্রাপকদের প্রদান করা হয় রাষ্ট্রপতির সাক্ষর করা একটি সনদ (Certificate) এবং একটি পদক।

☑ গোলাকার এই পদকের সামনের পৃষ্ঠের ঠিক মাঝখানে থাকে একটি পদ্মের প্রতিকৃতি।

☑ এর ওপরে ‘পদ্ম’ ও নীচে ‘বিভূষণ’—এই কথা দুটি দেবনগরী হরফে মুদ্রিত থাকে।

☑ অপর পৃষ্ঠে ভারতের জাতীয় প্রতীক ‘অশোকস্তম্ভ’ এবং দেবনগরী হরফে ‘সত্যমেব জয়তে’ কথাটি মুদ্রিত থাকে।

☑ পদকটি একটি গোলাপি রিবন-এর সঙ্গে যুক্ত থাকে।

☑ 1954 সাল থেকেই এই সম্মান প্রদানের প্রথা চালু হয়। সমাজের যে-কোনো ক্ষেত্রে বিশেষ ধরনের কোনো ব্যতিক্রমী সাফল্যের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।

☑ 1954 সালে প্রথমবার এই সম্মান প্রাপকদের তালিকায় ছিলেন সত্যেন্দ্রনাথ বোস, নন্দলাল বসু, জাকির হোসেন, বালাসাহেব গঙ্গাধর খের, জিগমে দরজি ওয়াংচুক এবং ভি কে কৃয় মেনন।

☑ পি এন হাসকর, বিলায়েত খান, ই এম নম্বুদিরিপাদ প্রমুখ ব্যক্তি এই সম্মান প্রত্যাখ্যান করেছেন। বাবা আমতে 1991 সালে তাঁর প্রাপ্ত সম্মান ফিরিয়ে দেন।

পদ্মভূষণ সম্পর্কিত তথ্য

☑ এটি ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান।
☑ এর নাম প্রস্তাব প্রক্রিয়া, মনোনয়ন ও অনুমোদন প্রক্রিয়া পদ্মবিভূষণ সম্মানের অনুরূপ।
☑ সম্মান প্রাপকদের প্রদান করা হয় রাষ্ট্রপতির সাক্ষর করা একটি সনদ (Certificate) এবং একটি পদক।
☑ গোলাকার পদকটির সামনের পৃষ্ঠের মাঝখানে একটি পদ্মফুল এবং এর ওপরে ‘পদ্ম’ ও নীচে ‘ভূষণ’-এই কথা দুটি দেবনগরী হরফে মুদ্রিত থাকে।
☑ এটিরও অপর পৃষ্ঠে ‘অশোকস্তম্ভ’ এবং ‘সত্যমেব জয়তে’ মুদ্রিত থাকে।
☑ এর রিবনটি গোলাপি রঙের এবং এর মাঝ বরাবর একটি সাদা দাগ থাকে।
☑ 1954 সাল থেকে এই সম্মান প্রদান শুরু হয়। 1954 সালে 23 জন এই সম্মাননায় ভূষিত হন।

পদ্মশ্রী পুরস্কার সম্পর্কিত জিকে

☑ এটি ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান।
☑ এর নাম প্রস্তাব, মনোনয়ন ও অনুমোদন প্রক্রিয়া অন্য দুটি পদ্ম সম্মানের অনুরূপ।
☑ সম্মান প্রাপকদের প্রদান করা হয় রাষ্ট্রপতির সাক্ষর করা একটি সনদ (Certificate) এবং একটি পদক।
☑ গোলাকার এই পদকের সামনের পৃষ্ঠের মাঝে একটি পদ্মের প্রতিকৃতি এবং এর ওপরে ‘পদ্ম’ এবং নীচে ‘শ্রী’—এই কথা দুটি দেবনাগরী হরফে খোদাই করা থাকে।
☑ অপর পৃষ্ঠে অন্যগুলির মতোই ‘অশোকস্তম্ভ’ এবং দেবনাগরী হরফে ‘সত্যমেব জয়তে’ কথাটি মুদ্রিত থাকে।
☑ এর সঙ্গে যে রিবনটি থাকে তা গোলাপি রঙের হয় এবং এর দুই ধারে সাদা দাগ থাকে।
☑ পদ্মশ্রী সম্মান প্রদান শুরু হয় 1954 সাল থেকে।
☑ 1954 সালে 17 জন এই পুরস্কার পেয়েছিলেন।
☑ সমাজের সকল ক্ষেত্রেই বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।
প্রতিবছর প্রধানমন্ত্রী একটি Padma Award Committee গঠন করেন। যারা সম্ভাব্য পুরস্কার প্রাপকের প্রস্তাবিত তালিকা তৈরি করেন। এরপর প্রথমে তা অনুমোদন করেন প্রধানমন্ত্রী এবং তারপরে রাষ্ট্রপতি।পুরস্কারগুলি প্রাপকের হাতে তুলে দেন রাষ্ট্রপতি। এখনও পর্যন্ত দুবার এই সম্মান প্রদান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে (জুলাই, 1977 থেকে জানুয়ারি, 1980 এবং আগস্ট, 1992 থেকে ডিসেম্বর, 1995)।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts

Most Popular