Saturday, May 18, 2024
Homeজিকেভারতরত্ন সম্পর্কিত প্রশ্ন উত্তর || Bharat Ratna Related GK

ভারতরত্ন সম্পর্কিত প্রশ্ন উত্তর || Bharat Ratna Related GK

ভারতরত্ন সম্পর্কিত প্রশ্ন উত্তর::

ভারতরত্ন সম্পর্কিত প্রশ্ন উত্তর
ভারতরত্ন সম্পর্কিত তথ্য

ভারতরত্ন সম্পর্কিত প্রশ্ন উত্তর

ভারতরত্ন হলো ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান (Civilian Award)।

❏ কোনো বছরে সর্বাধিক 3 জন ব্যক্তিকে এই সম্মানে ভূষিত করা হয় ।

❏ সম্মান প্রাপক হিসেবে মনোনীত ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করেন প্রধানমন্ত্রী।

❏ সম্মান প্রাপকদের প্রদান করা হয় রাষ্ট্রপতির সাক্ষর করা একটি সনদ (Certificate) এবং একটি পদক।

❏ পদকটি একটি অশ্বত্থ পাতার আদলে নির্মিত।

❏ এর সামনের দিকে দেবনগরী হরফে ‘ভারতরত্ন’ কথাটি মুদ্রিত আছে এবং যার ওপরে একটি সূর্যের প্রতিকৃতি আছে ।

❏ উলটোপিঠে ভারতের রাষ্ট্রীয় প্রতীক ‘অশোকস্তম্ভ’ এবং তার নীচে ‘সত্যমেব জয়তে’ মুদ্রিত থাকে।

❏ পদকটি সাদা রিবনের সঙ্গে যুক্ত থাকে।

❏ 1954 সাল থেকে এই সম্মান প্রদানের প্রথা চালু করা হয়।

❏ প্রথমে চারুকলা, সাহিত্য, বিজ্ঞান এবং জনহিতকর কাজে অবদানের জন্য এই সম্মান প্রদান করা হত | 2011 সাল থেকে এই সম্মান যে-কেনো মানবিক প্রয়াসমূলক কাজের ক্ষেত্রেই প্রদান করা হয়ে থাকে।

❏ 1954 সালে এই পদকের প্রথম প্রাপক ছিলেন রাজনীতিবিদ্ চক্রবর্তী রাজাগোপালাচারি, দার্শনিক সর্বপল্লি রাধাকৃষ্ণণ এবং বিজ্ঞানী সি ডি রমন।

Thank You
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts

Most Popular