Monday, May 20, 2024
Homeজিকেভারতের বিভিন্ন পাসপোর্ট || Types of Passport in India

ভারতের বিভিন্ন পাসপোর্ট || Types of Passport in India

 ভারতের বিভিন্ন পাসপোর্ট || Types of Passport in India:

ভারতের বিভিন্ন পাসপোর্ট || Types of Passport in India
ভারতের বিভিন্ন পাসপোর্ট
প্রিয় বন্ধুরা,
আজ ভারতের বিভিন্ন পাসপোর্ট সম্পর্কে আলোচনা করতে চলেছি, যার মাধ্যমে ভারতে প্রচলিত বিভিন্ন প্রকার পাসপোর্টের সম্পর্কে সম্যক ধারণা পাবেন। এই আলোচনা পর্বে ভারতের পাসপোর্টের রং, কাদের জন্য এগুলি ইস্যু করা হয় এবং কোনটি শক্তিশালী পাসপোর্ট ইত্যাদি তথ্য থাকছে।

ভারতের বিভিন্ন পাসপোর্ট


ডিপ্লোমেটিক পাসপোর্ট(Diplomatic Passport)

এটি সবথেকে ক্ষমতাশালী পাসপোর্ট। সরকারী উচ্চ পদস্থ ব্যক্তি যেমন- প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রদূত প্রমুখদের জন্য এই পাসপোর্ট ইস্যু করা হয়। এর রং হলো মেরুন। এটি টাইপ ‘D’ পাসপোর্ট, D= Diplomatic

অফিসিয়াল পাসপোর্ট(Official Passport)

দ্বিতীয় ক্ষমতাশালী পাসপোর্ট হলো অফিসিয়াল পাসপোর্ট। ভারত সরকারের প্রতিনিধি বা সরকারি ব্যবসায়ীদের জন্য এটি ইস্যু করা হয়। এবং এর রং সাদা। এটি টাইপ ‘S’ পাসপোর্ট, S= Service

রেগুলার পাসপোর্ট(Regular Passport)

দেশের সাধারণ মানুষের জন্য এই পাসপোর্ট ইস্যু করা হয়। ছুটিতে বেড়াতে যাওয়া, ব্যবসা করা ও অন্যান্য কারণে বিদেশ যেতে এই পাসপোর্ট প্রয়োজন হয়।এর রং নেভি ব্লু।এটি টাইপ ‘P’ পাসপোর্ট, P= Personal।
-: ধন্যবাদ :-
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts

Most Popular